বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবি ও বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে পিরোজপুরে জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে।
বুধবার সকালে জেলা বিএনপি কার্যালয় থেকে জেলা ছাত্রদলের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল বের হতে চাইলে পুলিশ বাধা দেয়। পুলিশের বাধায় মিছিলটি পণ্ড হয়ে গেলে কার্যালয় সামনে বিক্ষোভ সমাবেশ করে নেতাকর্মীরা।
এ সময় বক্তব্য রাখেন পিরোজপুর জেলা বিএনপির সহ-সভাপতি নজরুল ইসলাম খান, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পদক শেখ শহিদুল্লাহ শহী, জেলা বিএনপির ১নং সহ-সাংগঠনিক সম্পাদক শেখ রিয়াজউদ্দিন রানা, জেলা ছাত্রদলের সভাপতি হাসান আল মামুন, সাধারণ সম্পাদক বদিউজ্জামান শেখ রুবেল, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কুমার সহ নেতৃবৃন্দ।
এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ মুহা. নুরুল ইসলাম বাদল জানান, মিছিলের পূর্ব অনুমতি না থাকায় ও শহরের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য এ উদ্যোগ নেয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন