কক্সবাজারের চকরিয়ার মাতামুহুরী নদীর চরে প্রতিমা বিসর্জন অনুষ্ঠান দেখতে গিয়ে নদী ডুবে নিখোঁজ স্কুল ছাত্র আওরঙ্গজেব বিশালের (১৪) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল।
মঙ্গলবার দুপুর পৌনে ৩টার দিকে পানিতে ডুবে নিখোঁজের ৫ ঘণ্টা পর রাত পৌনে ৮টার দিকে বিশালের মরদেহ উদ্ধার করা হয়। বিশাল ফাঁসিয়াখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের দিগরপানখালী গ্রামের আলমগীর কবিরের ছেলে। সে চকরিয়া ইন্টারন্যাশনাল স্কুল থেকে এবারের জেএসসি পরীক্ষার্থী।
বুধবার সকাল ১০টায় স্কুল ছাত্র বিশালের জানাযা সম্পন্ন হয়। জানাজা শেষে সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল