বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে নির্যাতনের মাধ্যমে হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে ফরিদপুর মহানগর ছাত্রদল।
বুধবার বেলা ১১টার দিকে প্রধান ডাকঘরের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে প্রেসক্লাবের সামনে গেলে পুলিশী বাধার মুখে পড়ে।
পুলিশী বাধায় মিছিলটি এসময় পণ্ড হয়ে যায়। পরে পুলিশী বাধার মধ্য দিয়ে সংক্ষিপ্ত এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
মহানগর ছাত্রদলের সভাপতি শাহরিয়ার শিথিলের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক একে এম কিবরিয়া স্বপন, শহর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মিরাজ, শহর যুবদলের সাধারণ সম্পাদক আলী রেজওয়ান বিশ্বাস তরুন, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি মুনিম হাসান সোহাগ, সহ সভাপতি প্লাবন শেখ, কাজী শিবলী, হাবিবুর রশিদ রিমু, যুগ্ম সম্পাদক সাব্বির আহমেদ সাদ্দাম, পিলু, সিদ্দিকসহ ছাত্রদলের নেতৃবৃন্দ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন