বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তি এবং ব্যর্থ প্রশাসনের অপসারনের দাবিতে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৯ অক্টোবর দুপুরে মৌলভীবাজার চৌমুহনা চত্বরে প্রগতিশীল ছাত্র জোট, মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
সুবিনয় রায় শুভ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ মানববন্ধনে বিভিন্ন রাজনৈতীক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তরা, হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত ও বুয়েট প্রশাসনের ব্যর্থতার জন্য তাদের অপসারন দাবি করা হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল পুলিশি পাহারায় শহর প্রদক্ষিণ করে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ