কক্সবাজারের টেকনাফে সমুদ্র পথে মালয়েশিয়াগামী ১১ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। আটক রোহিঙ্গাদের মধ্যে চারজন নারী।
মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে তাদেরকে আটক করা হয়।
আটককৃত রোহিঙ্গারা হলেন, উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা রাফিউল কাদের, ইলিয়াস রিয়াজ, মো. আইয়ুব, আমির হাকিম, মো. ইলিয়াস, ইব্রাহিম, জানে আলম, আরেছা বিবি, তসলিমা, হারিদুর ইয়াসমিনা, জাহেরা।
টেকনাফ বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
মঙ্গলবার গভীর রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া এলাকা দিয়ে রোহিঙ্গারা সমুদ্র পথে মালয়েশিয়া যাওয়ার পথে পুলিশের একটি টিম সেখানে অভিযান চালায়। এসময় চার নারীসহ ১১ জন রোহিঙ্গাকে আটক করা হয়। আটক রোহিঙ্গাদের ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে।
পুলিশ পরিদর্শক আনোয়ার জানান, আটক রোহিঙ্গারা মানব পাচার চক্রের খপ্পরে পড়ে অবৈধভাবে সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করছিল। এসব পাচারকারী চক্রকে চিহ্নিত করে আটকের চেষ্টা চলছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন