দিনাজপুর-দশমাইল-রংপুর মহাসড়কের চিরিরবন্দরে একটি দ্রুতগামী বাস চাপায় আব্দুল মজিদ (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চাম্পাতলী বাজারের সামনে ফকিরের মোড় নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত আব্দুল মজিদ চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর ইউনিয়নের ফকির পাড়া গ্রামের মন্টুশাহ পাড়ার মৃত আব্দুল হালিমের ছেলে।
স্থানীয় এলাকাবাসীরা জানায়, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকাগামী একটি দ্রুতগামী বাস বিপরীত দিক থেকে আসা অপর একটি গাড়িকে সাইড দিতে গিয়ে ওই বৃদ্ধকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। মহাসড়ক পার হতে গিয়ে পথচারী আব্দুল মজিদ ঘটনাস্থলেই মারা যান।
দশমাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ জি এম শামসুন নুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন