‘আজকের শিশু আনবে আলো, বিশ্বটাকে রাখবে ভালো’ এ স্লোগানকে সামনে রেখে শেরপুরে আন্তর্জাতিক শিশু দিবস ও শিশু সপ্তাহ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে বের হওয়া শোভাযাত্রা উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক এটিএম জিয়াউল ইসলাম।
এসময় আঞ্চলিক পাসপোর্ট অফিসের অতিরিক্ত পরিচালক সাজ্জাদ হোসেন, মহিলা অধিদপ্তরের উপপরিচালক লুৎফুল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে শোভাযাত্রা শেষে জেলা প্রশাসনের ‘তুলশিমালা’ সম্মেলন কক্ষে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. আসলাম খানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা, শহরের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন