পটুয়াখালীর গলাচিপায় গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে আনছার মৃধা (৫৫) নামে এক কৃষক মারা গেছেন।
বুধবার সকালে উপজেলার উত্তর চর বিশ্বাস গ্রামে এ ঘটনা ঘটে। আনছার মৃধা ওই গ্রামের মৃত কাদের মৃধার ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার উত্তর চর বিশ্বাস গ্রামে আনছার মৃধা ও তার ছেলে আফাজ মৃধা সকালে গরুর জন্য ঘাস কাটতে মাঠে যায়। এসময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। ঘাস কাটা শেষে বাড়ি ফেরার সময় পথেমধ্যে বজ্রপাতে আনছার মৃধার শরীর ঝলসে যায়। এতে ঘটনাস্থলে সে মারা যায়। পরে গুরুতর আহত আফাজ মৃধাকে এলাকাবাসী উদ্ধার করে চর বিশ্বাস স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে।
চর বিশ্বাস ইউপি চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন বাবুল মুন্সি ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন