পটুয়াখালীর গলাচিপায় মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে বুড়াগৌরাঙ্গ নদীতে দুর্গা প্রতিমা বিসর্জন দেওয়ার সময় ট্রলির হেলপার ফজলুর রহমান(৩৮) মারা গেছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার চর কাজল ইউনিয়নে বুড়াগৌরাঙ্গ নদীর পাড়ে গ্যাস ফিল্ড এলাকায়। নিহত ফজলুর রহমান ওই ইউনিয়নের ৩ ননম্বর ওয়ার্ডের মোতলেব মুন্সির ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার চর কাজল ইউনিয়নে ছোট চর কাজল এলাকার বালা বাড়ির দুর্গা প্রতিমা বিসর্জন দেয়ার জন্য মঙ্গলবার রাতে মনিরের ট্রলিতে করে বুড়াগৌরাঙ্গ নদীর পাড়ে নিয়ে যাওয়া হয়। দুর্গা প্রতিমা বিসর্জন দেয়ার সময় ট্রলি থেকে পড়ে গিয়ে হেলপার ফজলুর রহমান আহত হয়। স্থানীয় লোকজন ফজলুকে উদ্ধার করে ওই রাতেই গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে বদনাতলী নামক স্থানে তার মৃত্যু হয়।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. আখতার মোর্শেদ জানান, বিষয়টি অবগত হয়েছেন, তবে অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত করা হয়নি।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ