বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকরীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বরিশালে ছাত্রদল আয়োজিত বিক্ষোভ মিছিল পুলিশের বাধায় পন্ড হয়ে গেছে।
বুধবার সকাল ১১ টায় নগরীর সদর রোডের বিএনপি দলীয় কার্যালয় চত্ত্বর থেকে বরিশাল মহানগর ছাত্রদলের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি কিছু দূর অতিক্রমের পরপরই পুলিশ তাদের বাধা দেয়। এ নিয়ে ছাত্রদল নেতাকর্মীদের সাথে পুলিশের বাদানুবাদ এবং ধাক্কাধাক্কি হলেও শেষ পর্যন্ত মিছিল করতে পারেনি তারা। এ সময় সেখানে বসে পড়ে বিক্ষোভ করেন তারা।
এর আগে দলীয় কার্যালয়ের সামনে মহানগর ছাত্রদল সভাপতি রেজাউল কবীর রনির সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক হুমাউন কবীর, সিনিয়র সহ-সভাপতি তরিকুল ইসলাম তরিক, এনামুল হক তছলিম, মাহমুদ তাজিল, আসাদ হাওলাদার ও মঞ্জুরুল ইসলাম শাওন প্রমুখ।
বক্তারা বুয়েটের শিক্ষার্থী আবরার ফাদাহ হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বিডি প্রতিদিন/এ মজুমদার