দিনাজপুরের চিরিরবন্দরে দূর্গাডাঙ্গা আদিবাসী পল্লীতে দেশীয় মদ (চুয়ানী) পান করে বাড়ি ফেরার পথে ২ সন্তানের জনক মতিউর রহমান ওরফে মতু (৩৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত মতু চিরিরবন্দর উপজেলার ভিয়াইল ইউনিয়নের বোর্ডপাড়ার মহিরত শাহার ছেলে।
মঙ্গলবার দিবাগত রাতে চিরিরবন্দর উপজেলার ভিয়াইল ইউনিয়নের দূর্গাডাঙ্গা বাজারের পাশে আদিবাসী পল্লীতে এ ঘটনা ঘটে। বুধবার সকালে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
স্থানীয় ভিয়াইল ইউপি চেয়ারম্যান নরেন্দ্র নাথ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার দিবাগত রাতে মতিউর রহমান ওরফে মতু দেশীয় মদ (চুয়ানী) পান করে মাতাল হয়ে নিজ বাড়ি ফিরছিল। ফেরার পথে তিনি রাস্তার পাশে একটি খালে পড়ে গিয়ে মৃত্যুবরণ করেন। পরে বুধবার তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
বিডি-প্রতিদিন/শফিক