কুমিল্লার হোমনায় শ্যালো ইঞ্জিনচালিত ভটভটি উল্টে এক শিশু নিহত এবং চালকসহ দুইজন আহত হয়েছে। রবিবার হোমনা-মেঘনা রোডে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু জুবায়ের আহম্মেদ (১০) উপজেলার ছয়ফুল্লাকান্দি গ্রামের দ্বীন ইসলামের ছেলে ও মুন্সিকান্দি আরাবিয়া ইসলামিয়া মাদ্রাসার নুরানি বিভাগের ছাত্র ছিল। আহত হয়েছে একই গ্রামের মকবুল হোসেনের ছেলে ভটভটিচালক শাজু মিয়া (৩৫) ও অলিউল্লাহ’র ছেলে রাতুল (১০)। আহত শিশু রাতুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। চালককে তার স্বজনরা কুমিল্লায় চিকিৎসার জন্য নিয়ে গেছেন। স্বজনরা জানায়, শিশু দুইজন তাদের বাড়ি ছয়ফুল্লাকান্দি থেকে ছিনাইয়া যাচ্ছিল।
এ ব্যাপারে হোমনা থানার ওসি সৈয়দ মো. ফজলে রাব্বী বলেন, পরিবারের পক্ষ থেকে ময়না তদন্ত না করার আবেদনের প্রেক্ষিতে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার