“নিয়ম মেনে অবকাঠামো গড়ি, জীবন ও সম্পদের ঝুঁকি হ্রাস করি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে এক র্যালি শহরের মাদরাসা মোড় থেকে শুরু হয়ে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। র্যালি শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা এবং ভিডিও কনফারেন্স এর মাধ্যমে প্রধানমন্ত্রী’র সঙ্গে একযোগে দুর্যোগ সহনীয় বাসগৃহের উদ্বোধন করা হয়।
আয়োজিত এ অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য রত্না আহমেদ, পুলিশ সুপার লিটন কুমার সাহা পিপিএমবার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আশরাফুল ইসলাম প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার