জাতীয় শ্রমিক লীগের সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে ফরিদপুরের বোয়ালমারীতে উপজেলা জাতীয় শ্রমিক লীগ আলোচনা সভা, কেক কাটা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
দিবসটি উপলক্ষে শনিবার বোয়ালমারী অডিটরিয়ামে উপজেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুল ওহাবের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, বোয়ালমারী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া।
অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি মোঃ আক্কাছ হোসেন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল প্রমূখ।
অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন চৌধুরী, মোঃ শাহিদ হোসেন মোল্যা, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আকরামুজ্জামান মৃধা রুকু, উপজেলা যুবলীগের আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের সভাপতি মোঃ মিঠু, সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আক্কাস আলী, প্রচার সম্পাদক হরে কৃষ্ণ সাহা, পৌর শাখা সভাপতি মোঃ নজরুল ইসলাম নজিব,সাংগঠনিক সম্পাদক মোঃ আমিনুল রহমান প্রমূখ।
আলোচনা শেষে স্থানীয় ও ফরিদপুর বিকাশ শিল্পী গোষ্ঠির পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন