১৩ অক্টোবর, ২০১৯ ২০:৫৬

'র‌্যাগিংয়ের নামে শিক্ষার্থীদের নির্যাতনের জন্ম দিয়েছে ছাত্রলীগ'

নরসিংদী প্রতিনিধি:

'র‌্যাগিংয়ের নামে শিক্ষার্থীদের নির্যাতনের জন্ম দিয়েছে ছাত্রলীগ'

বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, বিশ্ববিদ্যালয়গুলোতে আগে র‌্যাগিং ছিল না। র‌্যাগিংয়ের নামে শিক্ষার্থীদের নিযার্তন করা হত না। কোথাও কোনো টর্চারসেল ছিল না। এসবের জন্ম দিয়েছে ছাত্রলীগ। আবরার ফাহাদ হত্যার মধ্য দিয়ে এর বহিঃপ্রকাশ ঘটেছে। 

আজ রবিবার দুপুরে জেলা বিএনপির উদ্যেগে বুয়েটের ছাত্র আবরার ফাহাদ হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ তিনি এসব কথা বলেন। 

নরসিংদী শহরের চিনিশপুরস্থ বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাষ্টার, সাবেক মহিলা এমপি রোকেয়া আহমেদ লাকিসহ সভাপতি মনজুর এলাহী, যুগ্ম সম্পাদক হারুন অর রশীদ, যুব দলরে সভাপতি মহসনি হোসনে বিদুৎ প্রমুখ। এসময় জেলা বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর