কক্সবাজারে তিন দিনব্যাপি ইজতেমায় মোক্তার আহমদ (৫৮) নামে চকরিয়ার এক মুসল্লি মারা গেছেন। আজ শুক্রবার ভোররাত সাড়ে তিনটার দিকে কক্সবাজারের ডায়াবেটিস পয়েন্ট ঝাউতলা এলাকায় অনুষ্টিত ইজতেমার প্যান্ডেলে অসুস্থ হয়ে তিনি মারা যান।
মোক্তার আহমদ চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মোছারপাড়া গ্রামের মো. আলীর ছেলে। ইজতেমায় দায়িত্বরত পুলিশ কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। উল্লেখ্য, গত বুধবার থেকে কক্সবাজারে তিনদিনব্যাপী ইজতেমা শুরু হয়।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ