শোক র্যালি, সভা, গণকবরে শ্রদ্ধা নিবেদন, দোয়ার মধ্য দিয়ে বরগুনায় ঘূর্ণিঝড় সিডরে নিহতদের স্মরণ করা হয়েছে।
বরগুনা জেলা প্রশাসন ও বরগুনা প্রেসক্লাবের উদ্যোগে আজ শুক্রবার সকাল ৯টায় শোকর্যালি করা হয়। সিডরের ভয়াবহ স্মৃতি জনগণের নিকট তুলে ধরতে এবং ঘূর্ণিঝড়ের মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধি করতে এ আয়োজন করা হয়।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্মরণসভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। আলোচনায় অংশ নেন প্রেসক্লাব সভাপতি চিত্তরঞ্জন শীল, সদর ইউএনও আনিচুর রহমানসহ অনেকে। সভা শেষে সিডর স্মৃতিসৌধে শ্রদ্বা নিবেদনসহ দোয়ার আয়োজন করা হয়।
২০০৭সালের ১৫ নভেম্বর বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে প্রবল বেগে আঘাত হানে ঘূর্ণিঝড় সিডর। এতে বরগুনা জেলায় বহু মানুষ নিহত হন এবং নিখোঁজ হন।
বিডি প্রতিদিন/ফারজানা