২০ নভেম্বর, ২০১৯ ১০:৩০

নওগাঁর সকল রুটে বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর সকল রুটে বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

নতুন সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে নওগাঁয় চলছে বাস চালকদের কর্মবিরতি। জেলার বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে ১১টি উপজেলার সকল রুটের মেইল ও লোকাল বাস চলাচল বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে রাজশাহী ও বগুড়া রুটের সকল বাস। 

যাত্রীরা জানান, দূরপাল্লার রুটে যাতায়াতকারী যাত্রীরা চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। বাস ছাড়া অন্যান্য যানবাহন কম হওয়ায় ভাড়া যেমন দ্বিগুণ গুণতে হচ্ছে। তেমনিভাবে সঠিক সময়ে গন্তব্যে পৌঁছা নিয়ে দেখা দিচ্ছে অনিশ্চয়তা।

নওগাঁ জেলা বাস মালিক সমিতির সভাপতি ওমর ফারুক বলেন, আজ ও কাল ফেডারেশনের বৈঠক রয়েছে। সেই বৈঠকে আমরা চালকদের সকল দাবিবী তুলে ধরে তা সমাধানের চেষ্টা করবো। আমাদের পক্ষ থেকে চালকদের বোঝানোর চেষ্টা করছি। কিন্তু তাদের একটাই দাবি পাশ করা নতুন সড়ক পরিবহন আইন সংশোধন করতে হবে। তা না হলে এই ধর্মঘট চলতে থাকবে। 

 

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর