বাগেরহাটের মোরেলগঞ্জে রাস্তার পাশ থেকে কহিনুর বেগম (২৩) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। এক সন্তানের জননী কহিনুর বেগম উপজলার পুটিখালী গ্রামের ভ্যানশ্রমিক জলিল শেখের স্ত্রী।
পরে পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠিয়েছে।
স্থানীয়রা জানান, রাতে জলিল শেখ তার স্ত্রীর লাশ ভ্যানে করে নিয়ে রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে গেছে। তবে কিভাবে ওই গৃহবধূর মৃত্যু হয়েছে তা কারও জানা নেই।
মোরেলগঞ্জে থানার ওসি কেএম আজিজুল ইসলাম বলেন, মঙ্গলবার দিবাগত রাতে কহিনুর বেগমের লাশ তাদের বাড়ির অদূরে রাস্তার পাশ থেকে পুলিশ উদ্ধার করে। এ ঘটনার পর থেকে তার স্বামী জলিল শেখ নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন