পটুয়াখালীর কলাপাড়ায় নৌ-পুলিশ সাগর ও নদী মোহনায় আভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে। বুধবার সকাল থেকে শেষ বিকেল পর্যন্ত রাবনাবাদ, চরমোন্তাজ এলাকার বিভিন্ন নদীসহ সাগর মোহনায় এ অভিযান চালায়। এসময় দুই লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে তা পুড়িয়ে ফেলা হয়।
তবে অভিযানের বিষয়টি টের পেয়ে জেলেরা সটকে পরে। তাই জেলেদের আটক করা সম্ভব হয়নি বলে কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনর্চাজ মো. কামরুজ্জামান জানিয়েছেন। জব্দকৃত অবৈধ কারেন্ট জাল সন্ধ্যায় পৌর শহরের হ্যালিপ্যাড মাঠে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়। এসময় কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমান ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনজ কুমার সাহাসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/শফিক