মানিকগঞ্জে জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর আয়োজিত পৌষ উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় পৌষ সংক্রান্তি উপলক্ষে জেলা উদীচী কার্যালয়ে এই উৎসবের আয়োজন করা হয়।
পিঠা-পায়েস আপ্যায়নের সঙ্গে চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা গান পরিবেশন করেন। পৌষ উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন বয়সের লোকের সমাগম ঘটে।
উৎসবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এসএম ফেরদৌস, জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডঃ গোলাম মহীউদ্দীন, পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম, জেলা উদীচীর সভাপতি কাজী শিউলি, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মামুন, কাজী এনায়েত হোসেন টিপু প্রমুখ।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ