মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে বিকাশের দোকানিকে হত্যার দায়ে সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন সিনিয়র জেলা ও দায়রা জজ হোসনে আরা বেগম। আসামিরা হলেন শাজাহান, আলামীন, কালাম, খোরশেদ, আল মামুন, মাসুম ও আব্দুর রাজ্জাক।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টা ১০মিনিটের সময় জনাকীর্ণ আদালতে এ রায় পাঠ করেন শোনানো হয়। এসময় কাঠগড়ায় চারজন আসামি উপস্থিত ছিলেন। রায় শুনে তারা কান্নায় ভেঙে পড়েন। বাকি তিন আসামি পলাতক।
বিডি প্রতিদিন/ফারজানা