নরসিংদীতে পাটকল শ্রমিকদের দীর্ঘদিনের প্রত্যাশিত দাবি বাস্তবায়নের পর নতুন মজুরি কমিশন স্লিপ প্রদান শুরু করেছে ইউ এম সি জুট মিলকর্তৃপক্ষ। বৃহস্পতিবার বেলা ১১টা থেকে শ্রমিকদের মাঝে এ স্লিপ প্রদান শুরু হয়। এদিকে, দীর্ঘদিনের দাবি বাস্তবায়নের পর স্লিপ হাতে পেয়ে খুশি শ্রমিকরা।
মজুরি কমিশন, বকেয়া বেতন, চাকুরি স্থায়ীকরণসহ ১১ দফা দাবিতে আমরণ অনশনসহ বিভিন্ন কর্মসূচি নিয়ে দফায় দফায় আন্দোলনে নামেন শ্রমিকরা। এক পর্যায়ে আন্দোলনে শ্রমিকদের স্কুল পড়ুয়া ছেলে-মেয়েসহ পরিবারের সদস্যরা আন্দোলনে যোগ দেন। এরই ধারাবাহিকতায় শ্রমিকদের মজুরি কমিশনসহ দাবি মেনে নেয় সরকার।
শ্রমিক নেতা দেলোয়ার হোসেন বলেন, দীর্ঘদিনের প্রত্যাশিত দাবি বাস্তবায়ন করেছে সরকার। আমরা হাতে স্লিপ পেয়েছি। তাই আনন্দিত। এখন দ্রুত সময়ের মধ্যে আমাদের টাকাটা হাতে পেলে আমরা পরিবার-পরিজন নিয়ে ভালো থাকতে পারবো।
বিডি-প্রতিদিন/মাহবুব