বঙ্গবন্ধু স্যাটেলাইট-১'র মাধ্যমে ভোলার দুর্গম চর মদনপুরে আধুনিক শিক্ষার আলো পৌঁছে দেওয়ার লক্ষে ই-এডুকেশন সেবার উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় ভোলার দৌলতখান উপজেলার মেঘনা নদীর মধ্যবর্তী বিচ্ছিন্ন চর মদনপুরের মকবুল হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ই-এডুকেশন সেবার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
অনুষ্ঠানে দুর্গম চরের শিক্ষার্থীরা টেলিকনফারেন্সে কথা বলেন। এসময় সজীব ওয়াজেদ জয় চরের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের প্রতি আমার দাবি তোমরা ঠিকমত লেখা পড়া করবে। ভাল রেজাল্ট করবে। তোমরা বাংলাদেশের ভবিষ্যৎ।
টেলিকনফারেন্সে ভোলা-২ ( দৌলতখান ও বোরহানউদ্দিন উপজেলা) আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল মদনপুর চরবাসীর জন্য ১০ শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল ও চরবাসীকে রক্ষায় একটি বেড়ী বাধের দাবি জানান। এসময় তিনি জানান, চর মদনপুর ৯টি ওয়ার্ড নিয়ে একটি বিচ্ছিন্ন দ্বীপ ইউনিয়ন। এখানে সাড়ে ৪ হাজার ভোটার। এই চরে ১২ হাজার মানুষ বসবাস করছে। ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চরাঞ্চলের মানুষকে আধুনিক সকল সুযোগ সুবিধার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এই তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং একটি মাধ্যমিক বিদ্যালয় স্থাপন করা হয়েছে। অভ্যন্তরীণ যোগাযোগের জন্য পাকা সড়ক তৈরি করা হয়েছে। এখন এই চরবাসীর নিরাপত্তার জন্য চরের চারদিকে উচু বেড়িবাধ এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ১০ শয্যার একটি আধুনিক হাসপাতাল স্থাপনের দাবি জানান তিনি।
ই-এডুকেশন সেবা উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভোলার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিক, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, জেলা শিক্ষা অফিসার জাকির হোসেন, সহকারী জেলা শিক্ষা অফিসার খলিলুর রহমান, স্থানীয় ইউপি চেয়ারম্যান নসির উদ্দিন নান্নু ডাকাক্তারসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বঙ্গবন্ধু স্যাটেলাইট এর মাধ্যমে ইতোমধ্যে ভোলার চরফ্যসন উপজেলার চর নিউলিন এবং দৌলতখান উপজেলার চর মদনপুরে ই-এডুকেশন ও ই-মেডিসিন সেবা কার্যক্রম চালু করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ