‘গাহি সাম্যের গান’ এই স্লােগানকে সামনে রেখে বরগুনায় সম্প্রীতি বাংলাদেশ’র আয়োজনে ‘সম্প্রীতি সংলাপ’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় বরগুনা জেলা শিল্পকলা একাডেমি মিলনাতয়নে এই সংলাপ আয়োজন করা হয়। সম্প্রীতি বাংলাদেশের আহবায়ক বিশিষ্ট নাট্যকার পীযুষ বন্দোপাধ্যায়ের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।
আলোচনা করেন সাবেক সচিব ও সম্প্রীতি বাংলাদেশের যুগ্ম আহবায়ক নাসির উদ্দীন আহমেদ, বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, পুলিশ সুপার তোফায়েল আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিমান চন্দ্র বড়ুয়া, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ আবদুর রশিদ মিয়া, বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট সঞ্জীব দাস, নারী নেত্রী নিগাত সুলতানা আজাদ, জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আলতাফ হোসেন এবং হিন্দু-বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মের প্রতিনিধিরা।
আলোচনায় বক্তরা বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা, অসাম্প্রদায়িক বাংলাদেশে সকল ধর্মের মানুষ সমমর্যাদা নিয়ে সুখে শান্তিতে বসবাস করবে। তাহলেই বজায় থাকবে বাংলাদেশের সম্প্রীতি। ১৯৭৫ সালের পর বাংলাদেশকে একটি সাম্প্রদায়িক দেশ হিসেবে গড়ে তুলতে চেয়েছিল একটি মহল। কিন্তু বর্তমানে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক দেশ হিসেবে গড়ে তোলার চেষ্টা করে যাচ্ছেন। যে দেশে থাকবে না ধর্ম নিয়ে কোন হানাহানি। সকল ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম পালন করতে পারবে। মুক্তিযুদ্ধের চেতনার রেলগাড়িতে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে।
বিডি প্রতিদিন/আল আমীন