১৭ জানুয়ারি, ২০২০ ২০:১৪

দিনাজপুরে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে ডুয়েট

দিনাজপুর প্রতিনিধি :

দিনাজপুরে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে ডুয়েট

দিনাজপুরে সুবিধাবঞ্চিত অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) পরিবার এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠন সৃজনী। শুক্রবার বিকেলে দিনাজপুরের খানসামা উপজেলার বিভিন্ন প্রত্যন্ত এলাকার ৭০০ শীতার্ত মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। বাংলাদেশ ছাত্রলীগ ডুয়েট শাখা ও সৃজনীর সার্বিক তত্ত্বাবধানে এবং ভেড়ভেড়ী ইউনিয়ন ছাত্রলীগের ব্যবস্থাপনায় টংগুয়া হাসনাবাগ দ্বি-মুখী ফাজিল মাদ্রাসা মাঠে ওই শীতবস্ত্র বিতরণ করা হয়। 

এসময় ভেড়ভেড়ী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোস্তাওফিক আহম্মেদ শামীমের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণে আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম, ডুয়েট শাখা ছাত্রলীগের সহ-সভাপতি ওবাইদুল হক, সাংগাঠনিক সম্পাদক আব্দুস সালাম, উপ-স্কুল বিষয়ক সম্পাদক সৈয়দ শামসুল হক মিশর, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক মোজাম্মেল হোসেন শাহীন, গণযোগাযোগ বিষয়ক সম্পাদক রাশেদ আনজুম রাজু, খানসামা উপজেলা ছাত্রলীগের আহবায়ক রেজাউল করিম, আঙ্গারপাড়া ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক লিটন ইসলাম, খামারপাড়া ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক সবুজ ও ভেড়ভেড়ী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ ইসলাম প্রমুখ।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর