নারায়ণগঞ্জ ফতুল্লায় আব্দুর রহিম নামে এক যুবককে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে থানার মাসদাইর গুদারাঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুর রহিম ওই এলাকার ইলিয়াস সরদারের বাড়ির ভাড়াটিয়া ঈমান আলীর ছেলে। তিনি পেশায় একজন বিদ্যুৎ মিস্ত্রি।
নিহতের বাবা ঈমান আলী জানান, গুদারাঘাট এলাকায় ফারুকের ফোন-ফ্যাক্সের দোকানের সামনে রহিমকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকাবাসি খবর জানান। পরে ঘটনাস্থল থেকে গলাকাটা অবস্থায় রহিমকে উদ্ধার করে শহরের খানপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকে মৃত বলে ঘোষণা করেন। তবে কে বা কারা রহিমকে হত্যা করেছে এ বিষয়ে কিছুই জানাতে পারেননি তিনি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন