২১ জানুয়ারি, ২০২০ ১৭:৩৯

নড়িয়ায় বিয়ের অনুষ্ঠানে মদ্যপানে দুইজনের মৃত্যু

শরীয়তপুর প্রতিনিধি:

নড়িয়ায় বিয়ের অনুষ্ঠানে মদ্যপানে দুইজনের মৃত্যু

শরীয়তপুরের নড়িয়ায় বিয়ের অনুষ্ঠানে অতিরিক্ত মদ্যপানে রিপন হাওলাদার (৩৫) ও মজনু মল্লিক নামে দুই জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরেক যুবক অসুস্থ হয়েছেন। মঙ্গলবার (২১ জানুয়ারী) নড়িয়া উপজেলায় নন্দনসার গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত রিপন হাওলাদার উপজেলার নন্দনসার গ্রামের ইউনুস হাওলাদারের ছেলে। এছাড়া গুরুতর অসুস্থ অবস্থায় শরীয়তপুর সদর হাসপাতালে থেকে উন্নত চিকিসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মজনু মল্লিক মারা যায়। মজনু মল্লিক ওই উপজেলার সিলপাড়া গ্রামের নূর মোহাম্মদ মল্লিকের ছেলে।

গেল সোমবার রাতে মজনু মল্লিক. রিপন হাওলাদার, ইতালী প্রবাসী রিপন তালুকদারসহ কয়েকজন বন্ধু মিলে বিয়ের অনুষ্ঠানে মদ্যপান করেন। পরে রাত সাড়ে ১২টার দিকে হটাৎ রিপন হাওলাদার ও মজনু  মল্লিক অসুস্থ হয়ে পড়ে। তাদেরকে নড়িয়া উপজেলার ঘড়িষার প্রাইভেট ক্লিনিকে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক শরীয়তপুর সদর হাসপাতালে তাকে পাঠায়। মঙ্গলবার ভোর ৫টায় দিকে চিকিৎসাধীন রিপন হাওলাদার মারা যায়। রিপনের মরদেহ শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এদিকে ঢাকা মেডিকেলে নেয়ার পথে মজনু মল্লিক মারা যায়।

রিপনের মামা সুমন মৃদ্ধা জানান, দীর্ঘদিন ধরে চট্টগ্রামে কাপড়ের ব্যবসা করেন রিপন। সেখানেই স্ত্রী ও ছেলেমেয়ে নিয়ে থাকতেন। কয়েকদিন আগে ভাগনির বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে নড়িয়ার নন্দনসার গ্রামে বেড়াতে আসেন রিপন। সোমবার রাতে মজনু মলি­কসহ বন্ধুদের সাথে বিয়ের অনুষ্ঠানে মদ্যপান করেন রিপন। রাত সাড়ে ১২টার দিকে হটাৎ রিপন হাওলাদারের বুকে প্রচুর ব্যথা শুরু হয়। পরে তাকে নড়িয়া উপজেলার ঘড়িষার প্রাইভেট ক্লিনিকে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক শরীয়তপুর সদর হাসপাতালে তাকে পাঠায়।

শরীয়তপুর সদর হাসপাতালের চিকিৎসক মো. আকরাম এলাহি বলেন, নড়িয়া থেকে দু'জন মদ্যপান করে সোমবার গভীর রাতে হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে একজন মারা সদর হাসপাতালে মারা গেছেন। অন্যজনকে গুরুতর অবস্থায় ঢাকায় মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে শুনেছি তিনি মারা গেছে।

পালং মডেল থানার উপ পরিদর্শক বিজন বাড়ৈই বলেন, ঘটনাস্থলে এসে নিহতের বিস্তারিত তথ্য নেয়া হচ্ছে। ঘটনাটি নড়িয়া থানার মধ্যে ঘটেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর