নীলফামারীর সৈয়দপুরে অজ্ঞাত এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে কামারপুকুর ইউনিয়নের বাজার সংলগ্ন এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সকালে লাশ পড়ে থাকতে দেখে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল রিপোর্ট শেষে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
সৈয়দপুর থানার ওসি আবুল হাসনাত খান জানান, মৃতদেহটি ময়না তদন্তের জন্য নীলফামারী আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক