মানিকগঞ্জে মেয়ের হাত-পা বেঁধে মাহমুদা বেগম (৪০) নামের এক গৃহবধূকে খুন করা হয়েছে। বুধবার সকালে মানিকগঞ্জ শহরের দক্ষিণ সেওতা এলাকার ৫তলা একটি বাসার দ্বিতীয়তলা থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।
জানা গেছে, নিহতের স্বামী অলিয়ার রহমান কাজ শেষে ঘরে ঢুকে মেয়ের হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় দেখতে পান। এ সময় পাশের রুমে স্ত্রীকে গলায় গামছা বাঁধা অবস্থায় মৃত দেখতে পান। নিহত মাহমুদা দক্ষিণ সেওতা এলাকার অলিয়ার রহমানের স্ত্রী।
মানিকগঞ্জ পুলিশ সুপার রিফাত রহমান শামীম বলেন, সকালে দুর্বত্তরা বাসায় ঢুকে তাকে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত চলছে দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের গ্রেপ্তার করা হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/মাহবুব