২২ জানুয়ারি, ২০২০ ১৬:৩১
৩ জেলেকে অর্থদণ্ড

বাগেরহাটে নদীতে ৫ লাখ পারশে মাছের পোনা অবমুক্ত

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে নদীতে ৫ লাখ পারশে মাছের পোনা অবমুক্ত

বাগেরহাটের মোরেলগঞ্জে ৫ লাখ পিস পারশে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। আহরন নিষিদ্ধ পারশে মাছের পোনা ধরার দায়ে ৩ জেলেকে অর্থদণ্ড দেয়া হয়েছে। 

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রঞ্জণ চন্দ্র দে’র উপস্থিতিতে বুধবার দুপুরে মোরেলগঞ্জের পানগুছি নদীতে পোনাগুলো অবমুক্ত করা হয়। সুন্দরবনের ভোলানদীর সোনারচর এলাকা থেকে অবৈধভাবে এসব পারশে মাছের পোনা আহরণ করে বাগেরহাটের রামপাল উপজেলায় নিয়ে যাচ্ছিল। 

দণ্ডপ্রাপ্ত জেলেরা হচ্ছেন খুলনা জেলার পাইকগাছা উপজেলার দেলুটিয়া গ্রামের ফারুক সরদার, রসুল গাজী ও আব্দুল হালিম মোড়ল।

কোস্টগার্ড কমান্ডার আব্দুল হাকিম জানান, বুধবার সকালে কোস্টগার্ড শরণখোলা কন্টিনজেন্টের একটি টহল টিম পানগুছি নদীতে অভিযান চালিয়ে একটি ট্রলার ও ১০ জেলেকে আটক করে। পরে আটক জেলেদের ভ্রাম্যমাণ আদালতে তোলা হলে, ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রঞ্জণ চন্দ্র দে ওই জেলেদের মধ্যে তিনজনকে ১৫ হাজার টাকা জরিমানা করে পারশে পোনা মাছগুলো পানগুছি নদীতে অবমুক্ত করেন। এ সময় উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা শেখ ইয়াকিন আলী উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর