২৭ জানুয়ারি, ২০২০ ১৪:১৪

গলাচিপায় দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

গলাচিপায় দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা

গলাচিপা পৌর এলাকায় রবিবার গভীর রাতে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। গত দুই মাস ধরে অন্তত সাতটি দোকান চুরির ঘটনা ঘটেছে। এতে করে পৌর এলাকার ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। চুরির ঘটনাটি ঘটেছে গলাচিপা থানা রোড এলাকার মেসার্স কাগজ ঘরে। 

গলাচিপা পৌর এলাকার মেসার্স কাগজ ঘরের মালিক এমএ মান্নান বলেন, ‘প্রতিদিনের মত রবিবার রাত ১১টায় দোকান বন্ধ করে বাসায় চলে যাই। সকালে দোকান খুলে দেখি ক্যাশ বাক্স ভাঙ্গা। পরে দেখতে পাই দোকানের উপরের সামনের বারান্দার দুটি জানালা ভাঙ্গা। ধারণা করা হচ্ছে এখান দিয়েই চুরির উদ্দেশ্যে চোর ঢুকে ক্যাশবাক্স ভেঙ্গে নগদ ২০ হাজার টাকা নিয়ে গেছে। এ ঘটনা মৌখিকভাবে পুলিশকে অবহিত করা হয়েছে। ওসি সাহেব স্টেশনে না থাকায় কেউ মামলার সিদ্ধান্ত দিতে পারেনি।’
 
এদিকে গলাচিপা পৌর এলাকার থানা রোডের ফল ব্যবসায়ী হানিফ, রুহুল, মনিরের ফলের দোকান দুই মাস আগে পর্যায়ক্রমে চুরি হয়। এছাড়া অবিনাস বাড়ৈর মুদি ও মনোহরির দোকান, মদন পালের নুপুর স্টোর্স, আবির টেলিকমে চুরি সংঘটিত হলেও চোর চক্র ধরা পড়েনি। 

এ বিষয় গলাচিপা পৌর এলাকার বণিক সমিতির সাধারণ সম্পাদক তাপস দত্ত বলেন, ‘এ ধরণের চুরির ফলে ব্যবসায়ীরা ব্যবসা করার উৎসাহ হারিয়ে ফেলবে। প্রশাসনের কাছে তদন্তপূর্বক প্রতিকার চাচ্ছি।’

এ প্রসঙ্গে গলাচিপা থানার অফিসার ইনচার্জ আখতার মোর্শেদ বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। চোর চক্রটি গ্রেফতারের পদক্ষেপে নেওয়া হয়েছে।’


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর