২৮ জানুয়ারি, ২০২০ ১৪:৫০

টেকনাফে আড়াই লাখের বেশি ইয়াবা উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

টেকনাফে আড়াই লাখের বেশি ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ২ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার রাতে হ্নীলা ইউপি দমদমিয়া আইয়ুবের জুড়া সংলগ্ন কেওড়া জঙ্গল থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান সদর দফতরে এক সংবাদ সম্মেলনে এ সব তথ্য নিশ্চিত করেছেন।

এসময় উপস্থিত ছিলেন ২ বিজিবি ব্যাটালিয়ন উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ রুবায়াৎ কবির, অপস অফিসার রাহুল আসাদ। 

২ বিজিবির অধিনায়ক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে হ্নীলা ইউপি দমদমিয়া আইয়ুবের জুড়া সংলগ্ন এলাকা দিয়ে মিয়ানমার থেকে ইয়াবা বড় চালান প্রবেশ করবে। এমন তথ্যের ভিত্তিতে দমদমিয়া বিওপি একটি বিশেষ টহল দল ওই এলাকায় অভিযানে যায়। এ সময় ৩ জন ইয়াবা পাচারকারী মিয়ানমার লাল দ্বীপ হতে সাঁতরে এসে আইয়ুবের জুড়া সংলগ্ন খালে উঠলে টহলদল তাদের চ্যালেঞ্জ করে। পাচারকারীরা টহলদলের উপস্থিতি লক্ষ্য করে তাদের সঙ্গে থাকা তিনটি বস্তা ফেলে কেওড়া বাগানের জঙ্গলে ভেতর দিয়ে রাতের অন্ধকারের সুযোগে পালিয়ে যায়।পরে ফেলে যাওয়া তিনটি বস্তা উদ্ধার করা হয়। বস্তার ভেতর থেকে ২ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৭ কোটি ৮০ লাখ টাকা। এসময় কাউকে  আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে, যা পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের প্রতিনিধি, স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর