২৯ জানুয়ারি, ২০২০ ১৬:২৭

দিনাজপুরে ভেকু মেশিনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ৩ জন নিহত

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে ভেকু মেশিনের ধাক্কায় 
মোটরসাইকেল আরোহী ৩ জন নিহত

প্রতীকী ছবি

দিনাজপুরের বিরামপুর-নবাবগঞ্জ সড়কের বিরামপুরে ভেকু মেশিনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিন জন নিহত হয়েছেন। গতকাল দিবাগত রাত সাড়ে ১১টার দিকে বিরামপুর-নবাবগঞ্জ সড়কের জোলাগাড়ি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন জেলার নবাবগঞ্জ উপজেলার স্বপ্নপুরী গ্রামের সেগুনবাগান এলাকার সাইদুর রহমানের ছেলে সুজন (৩৭), একই গ্রামের সেতাবুল ইসলামের ছেলে ওসমান গণি (৩০) ও আফসার আলীর ছেলে বিপ্লব হোসেন (৩০)।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির জানান, গতকাল দিবাগত রাতে বিরামপুর উপজেলা থেকে মোটরসাইকেলে করে তিন যুবক নবাবগঞ্জে ফিরছিলেন। পথে জোলাগাড়ি নামক স্থানে রাস্তায় একটি কালভার্ট নির্মাণে নিয়োজিত মাটির কাটার কাজের ভেকু মেশিনটি রাস্তায় ছিল। এ সময় ওই মোটরসাইকেলটি ভেকু মেশিনে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুই যুবক নিহত হন। এ সময় আহত অবস্থায় একজনকে স্থানীয়রা উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান। নিহত তিনজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর