প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ বলেছেন, প্রতিটি সরকারি ও বেসরকারি কার্যালয়ে তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও বিন্যাস এবং ব্যবস্থাপনা করতে হবে। তথ্যের জন্য এখন আর মানুষকে কর্মকর্তাদের পেছনে ঘুরতে হবে না। তিনি বলেন, প্রত্যক অফিসে ওয়েবসাইট থাকবে, সেখানে আপডেট তথ্য রাখতে হবে। এখন স্বেচ্ছায় ও স্বপ্রণোদিত হয়ে তথ্য দিতে হবে। তথ্য আইনের মধ্যে এগুলো বাধ্যতামূলক করা হয়েছে।
বৃহস্পতিবার শ্রীমঙ্গলে উপজেলা প্রশাসন ও সচেতন নাগগিক কমিটির (সনাক) আয়োজনে জেলা পরিষদ অডিটােরিয়ামে তথ্যমেলায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) হবিগঞ্জের সমন্বিত জেলা কার্যালয় ও শ্রীমঙ্গল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি তথ্যমেলার সহযোগিতা করে।
মরতুজা আহমদ বলেন, তথ্য গোপন করা যাবে না, তথ্য খর্বিত করা যাবে না, তথ্যকে সংকোচিত করা যাবে না। তথ্য প্রচার ও প্রকাশ বাধ্যতামূলক করা হয়েছে।
সৈয়দ নেছার আহমদের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, জেলা প্রশাসক নাজিয়া শারমিন, পুলিশ সুপার ফারুক আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম প্রমুখ।
বিডি প্রতিদিন/আল আমীন