শীত মৌসুমেও জেলেদের জালে ধরা পড়ছে প্রচুর পরিমাণে ইলিশ। এতে পাথরঘাটা বিএফডিসি পাইকারি বাজারে ব্যস্ততা ভাড়ছে। শীতের মৌসুমের কারণে অন্যান্য সামুদ্রিক মাছ বাজারে আসায় ইলিশের দাম তুলনামূলক কম। আর নাগালের মধ্যে থাকায় খুশি ক্রেতারাও।
শুক্রবার সকালেও মৎস্য বাজারে ভিড় দেখা গেছে চোখে পড়ার মতো। তবে বরাবরের মতো পাইকারদের ভিড়ে স্থানীয় বাসিন্দারা কম মূল্যেও ইলিশ কিনতে পারছে না।
এদিকে, মৎস্য বিভাগ বলছেন মা ইলিশ সংরক্ষণের সময় জেলেরা মাছ ধরা থেকে বিরত থাকা, সরকারের সময়োপযোগী পদক্ষেপ এবং মৎস্য অধিদফতরের নিয়মিত অভিযানেরই সুফল।
হঠাৎ করে এক সপ্তাহ ধরে দেশের বৃহৎ মৎস্য অবতরন কেন্দ্র পাথরঘাটা বিএফডিসি পাইকারি বাজার ইলিশে বেশ সরগরম হয়ে উঠেছে। প্রতিদিন মাছ বিক্রি করে আবার সমুদ্রে ইলিশ শিকারে ছুটছে জেলেরা। শীত মৌসুমেও তিন দিনে একটি ট্রলারে ১৫ হাজার থেকে ২০ হাজার পর্যন্ত ইলিশ পেয়েছে। প্রতি মণ ইলিশ ১২ হাজার থেকে ১৪ হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। পাথরঘাটা বিএফডিসি ঘাটে ইলিশে সয়লাব থাকায় জেলে ট্রলার মালিক পাইকার ও আড়ৎদারদের পদচারণায় এখন মুখরিত মৎস্য ঘাট। তাদের ব্যস্ততায় এখন এতটাই, যেন ধম ফেলার সুযোগ নেই। অসময়ে ইলিশ আসায় দেশী ও সামুদ্রিক সব ধরণের মাছের দাম যেকোন সময়ের চেয়ে তুলনামূলক কম। শীতে প্রচুর ইলিশ পাওয়ায় খুশি ব্যবসায়ীরা।
জেলে মৎস্য ব্যবসায়ী বলেন, সাগরে প্রচুর মাছ, শীতে এত মাছ কোন বছর পাওয়া যায়নি, মা ইলিশ সংরক্ষণের ২২ দিন ছেলেরা সঠিকভাবে পালন করার কারণে এখন সাগরে এত মাছ পাওয়া যাচ্ছে, কিন্ত তুলনামূলকভাবে মাছের দাম এখন কম। সকাল থেকেই ধারাবাহিক চলছে ইলিশ কেনা বেচা, ট্রাক লোড করে দেশের বিভিন্ন স্থানে যাচ্ছে।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বাংলাদেশ প্রতিদিনকে বলেন, শীতের সময় ইলিশ এটি আমাদের সৌভাগ্যের বিষয়। আমি মনে করি মা ইলিশের নিষেধাজ্ঞার সময় বাংলাদেশি জেলেরা মাছ ধরা থেকে বিরত থাকারর কারণেই এখন মাছ পাওয়া যাচ্ছে। তবে ভারতী জেলেরা এসময় বাংলাদেশি জলসীমায় মাছ ধরা থেকে বিরত থাকলে আরএ বেশি মাছ পাওয়া যেত এবং এর ধারাবাহিতা থাকতে।
পাথরঘাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বাংলাদেশ প্রতিদিনকে বলেন, মা ইলিশ সংরক্ষণের সময় জেলেরা মাছ ধরা থেকে বিরত থাকা এবং সরকারের সময়োপযোগী পদক্ষেপ এবং আমাদের নিয়মিত অভিযানেরই সুফল। দেশের সম্পদ রক্ষার জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
বিডি প্রতিদিন/এনায়েত করিম