বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী বর্ণীলভাবে উদযাপন উপলক্ষে শরীয়তপুর সদর উপজেলার ৮১ জন বীর মুক্তিযোদ্ধার নিজস্ব লিখনীর স্মৃতি সম্বলিত স্মরণিকা ১২৮ পৃষ্ঠায় লিপিবদ্ধ "বীরস্মৃতি"- এর মোড়ক উন্মোচন করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় এই মোড়ক উন্মোচন করা হয়।
এদিকে, শুক্রবার সকালে সদর উপজেলার সভাকক্ষে প্রকৃত মুক্তযোদ্ধাদের লিখনী যাছাই বাছাই করা হয়।
সদর উপজেলা নির্বাহী অফিসার মাহাবুর রহমান শেখের সভাপত্বিতে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা প্রশাসক কাজী আবু তাহের।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধাআবুল হাসেম তপাদার, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ফারুক আহমেদ তালুকদার, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা ইয়াসমিন, শরীয়তপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ বেতার শরীয়তপুর জেলা প্রতিনিধি যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদার, মুক্তিযোদ্ধা যাচাইবাছাই কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, জেলার দায়িত্বপ্রাপ্ত কমান্ডার জানে আলম মুন্সী, জেলার সাবেক সহকারী কমান্ডার শওকত আলী মাদবরসহ সদর উপজেলার বীরমুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী বর্ণীল ও জাকজমকপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি প্রণয়ন করা হয়।
বিডি প্রতিদিন/কালাম