শেরপুরের পাকুড়িয়াস্থ বিশ্বওলীর আবির্ভাব মঞ্জিলে এখন মানুষের ঢল। সারা দেশ থেকে শান্তি ও কল্যাণকামী নারী-পুরুষের আগমন এখন বিশ্বওলীর আবির্ভাব মঞ্জিল অভিমুখে।
সোমবার জাকের পার্টি চেয়ারম্যান পীরজাদা মোস্তুফা আমীর ফয়সল মুজাদ্দেদী সকাল থেকে সমাবেতদের সাক্ষাৎ দেন। রাতের শেষ ভাগে আল্লাহ তায়ালার রহমত কামনা ও বিশ্ব নবী রাসুলে পাক (সা:) এর স্মরণ ও ওয়াজ নসিহত অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার বিশ্ব উরস শরীফের শেষ দিনে বিশ্বওলী ফরিদপুরীর রওজা জিয়ারত ও আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন