১৯ ফেব্রুয়ারি, ২০২০ ২০:০০

নাঙ্গলকোটে পিঠা উৎসব

ফারুক আল শারাহ, লাকসাম প্রতিনিধি :

নাঙ্গলকোটে পিঠা উৎসব

মুজিববর্ষ উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী বসন্ত সমীরণে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার উপজেলা হলরুমে পিঠা উৎসবের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান সামছুদ্দিন কালু।

উপজেলা নির্বাহী অফিসার লামইয়া সাইফুলের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র আবদুল মালেক, সহকারী কমিশনার (ভূমি) সায়েদুল ইসলাম, কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা শাহজাহান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাছির উদ্দিন প্রমুখ। 

উৎসবে প্রায় শতাধিক স্টলে গ্রাম বাংলার বিভিন্ন পিঠার পসরা বসে। পিঠা উৎসবে স্থান পায় জিরা পিঠা, ভাপা, নকশি, বিস্কুট পিঠা, চিতই, পাঠিসাপটা, জামাইপিঠা, ডালের পিঠা ও তালের পিঠাসহ নানা ধরনের পিঠা। 

মেলায় উপজেলার প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা পিঠা বানিয়ে মেলায় প্রদর্শন করে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। 

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর