২২ ফেব্রুয়ারি, ২০২০ ১৭:৫৬

টাকার জন্য ছোট ভাইয়ের ঘরে আগুন

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

টাকার জন্য ছোট ভাইয়ের ঘরে আগুন

পটুয়াখালীর গলাচিপায় পাওনা টাকা না দেওয়ায় ছোট ভাইয়ের ঘরে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। আগুনে পুড়ে গেছে ঘর। পটুয়াখালীর গলাচিপা উপজেলার গজালিয়া গ্রামে শনিবার সকাল ১০টার দিকে ঘটনাটি ঘটেছে। অগ্নিসংযোগের অভিযোগে বড় ভাই নিজামকে গ্রেফতার করেছে পুলিশ। 

গজালিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. শাহাবুদ্দিন জানান, উপজেলার গাজালিয় গ্রামের ইউসুফ আলী সর্দারের দুই ছেলে নিজাম সর্দার ও সোহেল সর্দার। এর মধ্যে নিজাম বড়। তারা কিছুদিন আগে একসঙ্গে এলাকায় জমি ক্রয় করে। জমি ক্রয় বাবদ সোহেলের কাছে নিজাম কিছু টাকা পাবে।

এ নিয়ে কয়েকদিন ধরে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল। বিরোধ মেটাতে নিজাম গতকাল রাতে সোহেলের ঘরে খাবার খেয়ে আলোচনা করে। তবু বিরোধ মেটেনি। সোহেল ঢাকা থাকায় মোবাইল ফোনে বড় ভাই নিজামের সঙ্গে তার কথা কাটাকাটি হয়।

পরে শনিবার সকালে নিজাম ক্ষুব্ধ হয়ে সোহেলের দোতলা টিনের ঘরে অগ্নিসংযোগ করে। এ সময় সোহেলের ঘরে স্ত্রী, দুই কন্যা ও স্ত্রীর ছোটবোন ছিলো। তবে কেউ ক্ষতিগ্রস্ত হয়নি। 

এ প্রসঙ্গে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার মোর্শেদ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। সোহেলের ঘর পুড়ে কমপক্ষে পাঁচলাখ টাকা ক্ষতি হয়েছে বলে সোহেলের স্ত্রী পরী বেগম দাবি করেছেন। ঘরে আগুন দেওয়ার ঘটনায় বড় ভাই নিজাম জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় সোহেলের শ্বশুর মো. নাসির উদ্দিন বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন।

বিডি প্রতিদিন/আল আমীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর