শরীয়তপুরে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ থেকে বঞ্চিতরা প্যানেল গঠনের মাধ্যমে নিয়োগ দেয়ার দাবিতে মানববন্ধন করেছে জেলা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্যানেল চাই বাস্তবায়ন কমিটি।
আজ সোমবার দুপুরে শরীয়তপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন করে তারা। পরে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ মামুন-উল-হাসানের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
এ সময় মানববন্ধনে জেলা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্যানেল বাস্তবায়ন কমিটির সভাপতি আবু বকর (রনি), সাধারণ সম্পাদক উর্মি জাহান মুক্তি, সদস্য রানু আক্তার, ফাতেমা আক্তার, দোলন আক্তার, সফিকুল ইসলাম, সুজনসহ অন্যান্য সদস্য ও দুই শতাধিক বেকার যুবক-যুবতীরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ২০১৮ সালে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ও মোখিক পরীক্ষায় অংশগ্রহণকারী সবাইকে প্যানেল করে অবিলম্বে সরাসরি নিয়োগ প্রদান করা হোক। আমরা শিক্ষিত বেকার। চাকরি দিয়ে বেকারত্বের কঠিন যন্ত্রণা ও অভিশাপ থেকে মুক্তির দাবি জানান তারা।
বিডি প্রতিদিন/ফারজানা