আগামী ২৯ মার্চ অনুষ্ঠিতব্য বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে উপনির্বাচনে সোমবার পর্যন্ত দুইজন প্রার্থী সারিয়াকান্দি উপজেলা নির্বাচন কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
তারা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মরহুম আব্দুল মান্নান এমপির সহধর্মিনী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহাদারা মান্নান ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থী উপজেলা জাতীয় পার্টির সভাপতি অধ্যক্ষ মোকছেদুল আলম।
সারিয়াকান্দি উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার সাখাওয়াত হোসেন জানান, রবিবার উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহাদারা মান্নান ও সোমবার উপজেলা জাতীয় পার্টি সভাপতি অধ্যক্ষ মোকছেদুল আলম মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। আগামী ২৭ ফেব্রুয়ারি মনোনয়ন পত্র জমাদানের শেষ দিন।
উল্লেখ্য, সংসদ সদস্য আব্দুল মান্নান গত ১৮ জানুয়ারি মৃত্যুবরণ করায় শূন্য হওয়া বগুড়া-১ আসনে আগামী ২৯ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিডি-প্রতিদিন/মাহবুব