নীলফামারীতে মহিলা আওয়ামী লীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার দুুপুরে শহরের শহীদ মিনার প্রাঙ্গণে এই কর্মসূচী পালন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাবেয়া আলিম।
জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রুপালি বেগমের সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক ফরিদা খানম।
অন্যান্যের মধ্যে যুগ্ম সাধারণ সম্পাদক লায়লা আরজুমান্দ ইতি, সাংগঠনিক সম্পাদক শিল্পি রানী ও রতনা সিনহা বক্তব্য দেন।
পরে কেক কাটা হয় সেখানে। জেলা কমিটির ছাড়াও উপজেলা কমিটির নেতারা অংশগ্রহণ করেন এতে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন