ফরিদপুরের চরভদ্রাসনে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে সাতজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। বৃহস্পতিবার সকাল ৯টা হতে বিকেল ৫টা পর্যন্ত এ মনোনয়নপত্র জমা নেওয়া হয়।
জেলা রিটার্নিং কর্মকর্তা মো: নওয়াবুল ইসলাম ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো: সাইফুল ইসলাম এ মনোনয়ন পত্র গ্রহণ করেন। চরভদ্রাসনে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে আওয়ামী লীগের কাউসার হোসেন, বিএনপি’র এ জি এম বাদল আমীন, স্বতন্ত্র প্রার্থী আনোয়ার আলী মোল্যা, কে এম ওবায়দুলবারী দিপু, মো: খবিরুদ্দীন শেখ, মো: মাসুদ রানা ও ফরিদপুরে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মো: ফয়সাল হাসান মনোনয়ন পত্র দাখিল করেন।
গত ২২ অক্টোবর উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন মুসার মৃত্যুর পর ১৬ ফেব্রুয়ারি নির্বাচনী তফশিল ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী ২৯ মার্চ এ নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলার ৪ টি ইউনিয়নের ২২টি কেন্দ্রে মোট ৫২৩৫৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ