কুমিল্লার নাঙ্গলকোটে যেখানে জনসমাগমের খবর পাচ্ছেন সেখানেই ঝটিকা অভিযানে যাচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লামইয়া সাইফুল। আজ বৃহস্পতিবার তিনি পৌরশহরসহ উপজেলার ৮টি ইউনিয়নে গিয়ে জনসমাগমের বিষয়ে কঠোর হুশিয়ারি দিয়েছেন।
ইউএনও লামইয়া সাইফুল জানান, করোনাভাইরাসে আজ বিশ্বব্যাপী আতংক ছড়িয়ে পড়েছে। এ রোগ থেকে নিজে ও পরিবারকে রক্ষা পেতে সকলকে সচেতন হওয়ার বিকল্প নেই। তাই অবশ্যই সকলকে নির্দেশনা মেনে চলতে হবে।
তিনি বলেন, ‘আপনাদের সুরক্ষায় আমরা বাইরে আছি, আপনারা ঘরে থাকুন’।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লামইয়া সাইফুল নাঙ্গলকোট পৌরশহর ছাড়াও উপজেলার আদ্রা উত্তর, আদ্রা দক্ষিণ, রায়কোট উত্তর, রায়কোট দক্ষিণ, হেসাখাল, পেরিয়া, মৌকরা ও ঢালুয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে ও গুরুত্বপূর্ণ বাজারসমূহে ঝটিকা অভিযানে গিয়ে জনসমাগম এড়িয়ে চলতে সকলকে পরামর্শ দিয়েছেন। কেউ নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে তিনি হুশিয়ারি করেন। জনসমাগম এড়িয়ে সামাজিক দূরত্ব বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
বিডি প্রতিদিন/এনায়েত করিম