২৮ মার্চ, ২০২০ ১৪:১৮

কিশোরগঞ্জে কমিউনিস্ট পার্টি ও ছাত্র ইউনিয়নের প্রতিরোধ সেল

কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জে কমিউনিস্ট পার্টি ও ছাত্র ইউনিয়নের প্রতিরোধ সেল

করোনাভাইরাস মোকাবিলায় কেন্দ্রিয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী কিশোরগঞ্জ জেলা কমিউনিস্ট পার্টি ও ছাত্র ইউনিয়ন যৌথভাবে প্রতিরোধ সেল গঠন করেছে। ১০ সদস্যের প্রতিরোধ সেলের প্রধান হলেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি সৈয়দ নজরুল ইসলাম।

প্রতিরোধ সেল ইতোমধ্যে কার্যক্রম শুরু করেছে। কমিউনিস্ট পার্টির উদ্যোগে সচেতনতামূলক লিফলেট বিতরণ, জীবাণুনাশক ওষুধ স্প্রে করাসহ নানা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ছাত্র ইউনিয়নের উদ্যোগে দরিদ্রদের মাঝে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হচ্ছে।

প্রতিরোধ সেলের প্রধান সৈয়দ নজরুল ইসলাম জানান, দেশের প্রতিটি দুর্যোগময় মুহূর্তে কমিউনিস্ট পার্টি ও ছাত্র ইউনিয়ন সাহসের সাথে এগিয়ে এসেছে। এবারও তার ব্যতিক্রম হয়নি। জনসাধারণকে করোনাভাইরাস সংক্রান্ত পরামর্শ প্রদান, দ্রুত চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগসহ সব ধরণের সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রতিরোধ সেল ছাড়াও কমিউনিস্ট পার্টি এবং ছাত্র ইউনিয়নের কর্মীরা এ লক্ষ্যে যথাসাধ্য কাজ করে যাচ্ছেন। যে কোন সংকটে মানুষের পাশে থাকার দৃঢ় সংকল্প ব্যক্ত করেছেন তারা।


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর