১ এপ্রিল, ২০২০ ০২:১৮

তুচ্ছ কারণে গাংনীতে ভ্যান চালককে কুপিয়ে হত্যা

মেহেরপুর প্রতিনিধি

তুচ্ছ কারণে গাংনীতে ভ্যান চালককে কুপিয়ে হত্যা

প্রতীকী ছবি

গমের নাড়া নিয়ে আসার অপরাধে ওমর আলী (৩৫) নামে এক ভ্যান চালককে ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করেছে জমির মালিক। নিহত ওমর আলী মেহেরপুরের গাংনী উপজেলার ধর্মচাকী গ্রামের পশ্চিমপাড়া এলাকার মৃত মজের আলীর ছেলে।

মঙ্গলবার (৩১ মার্চ) রাত ১০ টার সময় গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওমর আলী। গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. এম কে রেজা এ তথ্য নিশ্চিত করেছেন।

সাহারবাটি ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ড ধর্মচাকী গ্রামের ইউপি সদস্য নিজাম উদ্দীন নিহতের পারিবারিক সূত্রের বরাত দিয়ে জানান, মঙ্গলবার বিকালের দিকে ওমর আলী একই গ্রামের মোজাহার আলীর ছেলে কৃষক বুলু হোসেনের জমি থেকে কিছু গমের নাড়া নিয়ে আসেন। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে বুলু হোসেন রাত সাড়ে ৯ টার ওমর আলীর বাড়িতে যান। জমি থেকে না জানিয়ে গমের নাড়া কেন নিয়ে এসেছেন জানতে চান। এসময় নিহত ওমর আলী নিজের ভুল স্বীকার করে তার কাছে ক্ষমা চান। পরে ওমর আলীকে নানাভাবে গালিগাল করেন বুলু হোসেন। ওমর আলী প্রতিবাদ করলে বুলু হোসেনের হাতে থাকা ধারালো হাসুয়া দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে আহত করেন। পরে লোকজন ছুটে আসলে বুলু হোসেন পালিয়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভতি করে। এর কিছুক্ষন পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

গাংনী থানার অফিসার ইনচার্জ ( ওসি) ওবাইদুর রহমান জানান, নিহতের মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে। এছাড়া আসামী বুলু হোসেনকে আটকের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।


বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর