কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য আফজাল হোসেন নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) প্রদান করেছেন। এছাড়া মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ড গ্লাভসও প্রদান করা হয়।
করোনাভাইরাস মোকাবিলা করে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে চিকিৎসক, নার্স, স্বাস্থ্য সহকারী, কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপিদের স্বাস্থ্য সুরক্ষার জন্য আজ বুধবার এসব প্রদান করেন তিনি। নিকলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলমের হাতে এসব সামগ্রী তুলে দেন তিনি।
এ সময় নিকলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসহাক ভূইয়া, সাধারণ সম্পাদক কারার সাইফুল ইসলাম, নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল কুদ্দুস ভূইয়া জনি, ভাইস চেয়ারম্যান রিয়াজুল হক আয়াজ, জেলা পরিষদের সদস্য জাকির হোসেন বাতেন প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে আফজাল হোসেন এমপি জেলা পরিষদ অডিটরিয়ামে দলীয় নেতাকর্মীদের করোনাভাইরাস মোকাবিলায় গরিব, দুস্থ, অসহায়দের পাশে থেকে সহযোগিতা করা এবং সরকারের দিক নির্দেশনা তৃণমূল পর্যায়ে বাস্তবায়ন করার আহ্বান জানান।
বিডি প্রতিদিন/এনায়েত করিম