১ এপ্রিল, ২০২০ ২১:৪৪

কটিয়াদীতে সেনাবাহিনীর প্রচারণামূলক কার্যক্রম

কিশোরগঞ্জ প্রতিনিধি

কটিয়াদীতে সেনাবাহিনীর প্রচারণামূলক কার্যক্রম

কিশোরগঞ্জের কটিয়াদীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলমের নেতৃত্বে সেনাবাহিনীর সদস্যরা আজ বুধবার দিনব্যাপী করোনা প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রমসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে। 

পরে লোহাজুরি ইউনিয়নের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় বেআইনিভাবে খোলা রাখায় হাদী স্টেশনারী অ্যান্ড পেপার হাউসকে ৫ হাজার টাকা, বনগ্রাম আনন্দ বাজারে মা স্বর্ণ শিল্পালয়কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ক্যাপ্টেন সাজ্জাদের নেতৃত্বে সেনা সদস্যরা বিভিন্ন স্থানে হ্যান্ড মাইকে প্রচার এবং লিফলেটও বিতরণ করেন। সেনা সদস্যরা বনগ্রামে শতাধিক লোকের একটি সমাবেশ ছত্রভঙ্গ করে দেয়। 

এ সময় কটিয়াদী পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর দিদারুল আলম রাসেল উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর