দেশে চলমান প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবে গত কয়েকদিন ধরে নিজ অর্থে প্রায় ১ হাজার পরিবারে ঘরে রাতের আঁধারে খাবার পৌঁছে দিচ্ছেন সাভারের সুতিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম রাজা।
প্রতি রাত ৯টার পর থেকে গভীর রাত পর্যন্ত তিনি এলাকায় ঘুরে ঘুরে কর্মহীন রিকশা, ভ্যান, অটোবাইক চালকসহ বিভিন্ন দুঃস্থ পরিবারের ঘরে পৌঁছে দিচ্ছেন চাল, ডাল পিয়াজ, সাবান, তৈল, কাঁচা মরিচ, লবণসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় দ্রব্য।
চেয়ারম্যান রাজা শনিবার সকালে সাংবাদিকদের জানান, দিনের বেলা মাইকিং করে খাদ্য সামগ্রী বিতরণ করলে করোনাভাইরাস রোধে সামাজিক দূরুত্ব বজায় রাখা কঠিন। তাই তিনি দুঃস্থ ও কর্মহীনদের খুঁজে খুঁজে তাদের ঘরে পৌঁছে দিচ্ছেন এ খাবার।
এছাড়া, অতি দ্রুতই ওইসব কর্মহীনদের মধ্যে কোনও শিশু বাচ্চা থাকলে তাদের শিশু খাবার ও প্রয়োজনীয় কিছু ওষুধ বিতরণ করবেন বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/কালাম